ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

থানায় ঢুকে ওসিকে ‘ছাত্রলীগার’ বললেন বিএনপি অফিসের পিয়ন

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৮, ৪ মার্চ ২০২৫ | আপডেট: ১৩:৫৩, ৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আশুলিয়া থানায় ঢুকে থানার ওসিকে ‘ছাত্রলীগা’র বলে উল্লেখ করলেন বিএনপি অফিসের পিয়ন পরিচয় দেওয়া সুমন নামে এক ব‍্যক্তি। এ সময় আশুলিয়া থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু উপস্থিত ছিলেন। 

ঘটনাটি আজ মঙ্গলবার দুপুরে আশুলিয়া থানার ভেতরে ওসির কক্ষেই ঘটে।  

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের পরিচিত ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মিন্টুর ভাগিনা হিসেবেও পরিচয় দেন সুমন।

উল্লেখ্য, গতকাল সোমবার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন মোহাম্মদ মনিরুল হক ডাবলু। তার যোগদানের খবরে পুরো সাভার অঞ্চলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। 

অভিযোগ আসে, ছাত্রজীবনে তিনি ছাত্রলীগ (লিয়াকত-বাবু কমিটি) করতেন। আবার কেউ বলছেন, ছাত্রদল করতেন। এ নিয়ে তার সম্পৃক্ততায় সামাজিক যোগাযোগমাধ‍্যমে কিছু প্রত‍্যয়নপত্র ও দেখা যায়। 
এরই মাঝে আজ দুপুরে আশুলিয়া থানায় হাজির হয়ে এ কথিত বিএনপি পার্টি অফিসের পিয়ন পরিচয় দেওয়া ব‍্যক্তি এই ঘটনা ঘটালেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি